আজকের শিশুরা আগামী দিনের জাতির শ্রেষ্ঠ সম্পদ : সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের জাতির শ্রেষ্ঠ সম্পদ। তাদের লেখাপড়া, তাদের কর্মজীবনে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। বৃহস্পতিবার (২৭ মার্চ) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের আয়োজিত তেজগাঁও সরকারি শিশু পরিবারের শিশুদের ঈদ উপহার ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘শিশুরা বিভিন্ন বিষয়ে লেখাপড়া শিখে বড় হয়ে জ্ঞানে-গুণে সমৃদ্ধ হয়ে পৃথিবীর বুকে বাংলাদেশকে আলোকিত করবে।’
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তেজগাঁও সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক ঝর্ণা জাহিন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, বিভিন্ন দপ্তর বা সংস্থার আমন্ত্রিত কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা।
এ ছাড়া অনুষ্ঠানে সারা দেশে ৮৪টি সরকারি শিশু পরিবারের এক হাজারের বেশি শিশু জুম প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে একসঙ্গে ইফতার করে। ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, নেত্রকোনা, বরিশালের শিশু পরিবারের শিশুরা তাদের অভিমত ব্যক্ত করে ও এ সরকারের নতুন নতুন উদ্যোগকে ধন্যবাদ জানায়।
এসব শিশু আসন্ন পবিত্র ঈদুল ফিতরের উপহার সামগ্রী পেয়ে খুশি হয়েছে।
উপদেষ্টা শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের পড়াশোনা ও সুচিকিৎসার খোঁজখবর নেন। শিশুদের সঙ্গে ইফতার করেন ও ঈদ উপহারসামগ্রী দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। পরে তিনি সরকারি শিশু পরিবারের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।