ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ভোলা মিয়া নামের এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৮ মার্চ) দিনগত রাত ১২টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর রেল স্টেশনের পাশে সোয়াদী গ্রামে রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভোলা মিয়া চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার গয়েরপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, শুক্রবার দিনগত রাত ১২টার দিকে সোয়াদী গ্রাম থেকে ট্রাক্টরে মাটি নিয়ে সাবদারপুরে দিকে যাচ্ছিলেন চালক ভোলা মিয়া। সোয়াদী গ্রামের রেলগেট পার হওয়ার সময় ট্রাক্টর বিকল হয়ে যায়। সে সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক ভোলা মিয়া।
এ বিষয়ে কোটচাঁদপুর সাবদালপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রসুল বলেন, রাতে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি ট্রাক্টর চালকের মরদেহ পড়ে আছে। তবে ওই সময় সেখানে গেটম্যান ছিল না।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)