ধানক্ষেতে মিলল কৃষকের হাত-পা বাঁধা মরদেহ
 
ঝিনাইদহ সদর উপজেলায় ইসহাক আলী (৭০) নামে এক কৃষকের হাত, পা ও গলায় দড়ি বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইসহাক আলী রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম জানান, সকাল ১০টায় রাঙ্গিয়ার পোতা গ্রামের ঠাকুর খাল নামক স্থানে একটি ধানক্ষেতে কর্মরত কৃষকরা প্রথমে ইসহাক আলীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ১৫ বছর আগে স্ত্রী হারানো ইসহাক আলী গ্রামে নিরীহ ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন।
আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ শিক্ষার্থীকে কোরআন উপহার
ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পা বেঁধে গলায় ফাঁস দিয়ে ইসহাক আলীকে হত্যা করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

 
                   মিজানুর রহমান, ঝিনাইদহ
                                                  মিজানুর রহমান, ঝিনাইদহ
               মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)
                                                  মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)
               
 
 
 
