পটুয়াখালীর ২৫ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পটুয়াখালীর অন্তত ২৫টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ রোববার (৩০ মার্চ)। এদিন সকাল ৯টায় জেলার বদরপুর দরবার শরীফে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের মতো এবারও বিশ্বের যেকোনো দেশ থেকে চাঁদ দেখতে পাওয়ার খবরের ভিত্তিতে বদরপুর দরবারসহ জেলার বিভিন্ন গ্রামে আজ ঈদ উদযাপিত হচ্ছে। ঈদের নামাজ আদায়ের পর প্রতিটি গ্রামে বইছে উৎসবের আমেজ। ঘরে ঘরে হয়েছে মিষ্টান্ন ও বিশেষ খাবারের আয়োজন।
বদরপুর দরবার শরীফের জামে মসজিদে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গণি। ঈদের নামাজে অংশ নিয়ে মুসল্লিরা শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া অন্যান্য উপজেলাগুলোতেও ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, দাওয়াতুল ইসলাম বদরপুর দরবারের অনুসারীরা ১৯৪০ সাল থেকে আরবি তারিখ অনুযায়ী সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন। এ ছাড়া জেলার কলাপাড়ার সাত গ্রাম, রাঙ্গাবালির চার গ্রাম, গলাচিপার চার গ্রাম, দুমকির দুই গ্রাম ও বাউফল উপজেলার চার গ্রামেও আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তারা সমগ্র মুসলিম বিশ্বকে একইদিনে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে বদরপুর দরবার শরিফের খাদেম মাওলানা মোহাম্মদ শফিকুল আলম গনি বলেন, ‘বিশ্বের যেকোনো দেশে যদি চাঁদ দেখা যায়, তার সঙ্গে সঙ্গতি রেখেই এখানকার গ্রামবাসীরা রোজা রাখা শুরু করেন। তাই শনিবার সন্ধ্যায় বিশ্বের বেশ কিছু দেশে ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে। এরই ধারাবাহিকতায় আমরা আজ ঈদুল ফিতর উদযাপন করছি। প্রথম রোজা থেকে এখানকার মাদ্রাসার শিক্ষার্থীরা তারাবি নামাজ পড়েছে।’