ঈদ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশবাসী ও সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। আজ রোববার (৩০ মার্চ) রাত সোয়া ৮টার দিকে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ শুভেচ্ছা বার্তা দিয়েছেন।
ওই পোস্টে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশবাসী ও সারা বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতর উপলক্ষে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা - ঈদ মোবারক।’
পরিবারের সঙ্গে ছবিসহ পোস্টে তারেক রহমান বলেন, ‘সতেরো বছর ধরে বাংলাদেশের নিপীড়িত মানুষ একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে ঈদ করার দিনের জন্য প্রার্থনা করেছে - যেখানে অত্যাচার আর তাদের কণ্ঠস্বর চুপ করে নেই। ২০২৪ সালে, সেই প্রার্থনাগুলি কবুল করা হয়েছিল। ঐতিহাসিক গণঅভ্যুত্থান এর মধ্য দিয়ে দুই হাজারেরও বেশি জীবন খরচ করে, স্বৈরাচারের চেইন থেকে মুক্তি পেল বাংলাদেশ। স্বৈরাচারী শাসন থেকে মুক্ত দেশে এই ঈদে প্রায় দুই দশক পর এই পবিত্র মাহে রমজানের পর এই পবিত্র দিনটি পালন করছি। মহান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতায়, এই স্বাধীনতার জন্য প্রাণ দেয়া শহীদ এবং সেই সংগ্রামের আঘাত যারা সহ্য করে যাচ্ছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশ্বজনীন ঐক্যের এই উপলক্ষে, আমি সব বাংলাদেশিকে, নিপীড়নমুক্ত দেশে আমাদের প্রথম ঈদের আনন্দ তাদের পরিবারের সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানাচ্ছি।’
তারেক রহমান বলেন, যাদের সময় ও সুযোগ আছে, আমি অনুরোধ করছি আপনাদের সম্প্রদায়ের খেয়াল রাখুন, দেশবাসীর প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ও খাবার ভাগ করে নিন।
তারেক রহমান আরও বলেন, ‘আমি পরিবহণ মালিক এবং শ্রমিকদের অতিরিক্ত ভাড়া আরোপ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির প্রতি আহ্বান জানাচ্ছি ঈদের সময় সতর্কতামূলক ব্যবস্থা বজায় রাখার, যারা বিশৃঙ্খলার চেষ্টা করে তাদের জনজীবন ও সম্পত্তির ক্ষতি করা থেকে বিরত রাখতে। স্বাধীন বাংলাদেশের প্রথম ঈদ হোক সবার জন্য শান্তি, ঐক্য, আনন্দ ভাগাভাগি। আল্লাহর কাছে এই নেয়ামত কামনা করি।’