জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারীর জলঢাকা থানা। ফাইল ছবি
নীলফামারীর জলঢাকায় সভা-সমাবেশ ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়ে ওই এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, দেশীয় কোনো অস্ত্র বহন বা প্রদর্শন, যেকোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, একসঙ্গে ৫ জন ব্যক্তির একত্রে চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারির প্রেস বিজ্ঞপ্তি। ছবি : এনটিভি
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাদ হোসেন জানান, ১৪৪ ধারা অমান্য করে যাতে কেউ সভা-সমাবেশ করতে না পারে সে জন্য জলঢাকা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।