আওয়ামী লীগ নেতার আত্মসমর্পণ, কারাগারে পাঠাল আদালত

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মহীউদ্দীনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গোলাম মহীউদ্দীন মঙ্গলবার সকাল ১১টার দিকে জামিন পেতে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। আসামিপক্ষের কয়েকজন আইনজীবী তার জামিন আবেদনের ওপর শুনানিতে অংশ নেন। পরে বিচারক আসামির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই জেলা শহরের খালপাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন খানের ওপর সন্ত্রাসী হামলা করেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে আজাদ হোসেনসহ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় গত বছরের ৮ সেপ্টেম্বর আজাদ হোসেন বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২০ নেতাকর্মীর নাম উল্লেখসহ ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। এ ছাড়া জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও নাশকতার অভিযোগে সদর থানায় তার বিরুদ্ধে আরও ৩টি মামলা রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোলাম মহীউদ্দীন আত্মগোপনে চলে যান।
পিপি এ এফ এম নুরতাজ আলম বাহার জানান, আসামির নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সিনিয়র জেলা ও দায়রা জজ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।