চুরির অভিযোগ তুলে ৩ নারীকে চুল কেটে নির্যাতন, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চুরির অভিযোগ তুলে ৩ নারীকে চুল কেটে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। পরে অভিযুক্ত সুমন চন্দ্র দাসকে (৩৭) গ্রেপ্তার করে পুলিশ।
আজ সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে পৌর এলাকার মসজিদ পারা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। সুমন ওই এলাকারই বাসিন্দা।
পুলিশ জানায়, গতকাল রোববার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে সড়ক বাজারের হাজী নূর মার্কেটের একটি দোকানে হাড়ি-পাতিল চুরির দায়ে তিন নারীর চুল কেটে দেন সুমন চন্দ্র দাসসহ কয়েকজন যুবক। চুল কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে এবং ও বিচারের দাবি জানানো হয়।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুর ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, তিন নারীর চুল কাটা এবং তাদের নির্যাতনের দায়ে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই তিন নারীর কোনো তথ্য পাওয়া যায়নি। গ্রেপ্তার সুমনকে আদালতে পাঠানো হবে।