রাজধানীতে স্বস্তির বৃষ্টি

কয়েক দিনের তীব্র গরমের পর রাজধানী ঢাকায় নেমে এলো স্বস্তির বৃষ্টি। আজ বুধবার (১৬ এপ্রিল) বিকাল ৩টার আগে শহরের আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপরই শুরু হয় শীতল বৃষ্টির ধারা। এই বৃষ্টি গরমে অতিষ্ঠ নগরবাসীর মনে প্রশান্তির পরশ বুলিয়ে দিয়েছে।
গত কয়েক দিন ধরে দেশের বেশিরভাগ জেলার মতো ঢাকা মহানগরীতেও ভ্যাপসা গরম আর অস্বস্তিকর আবহাওয়ায় জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছিল। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও পথচারীদের জন্য এই অসহ্য গরম ছিল দুর্বিষহ।
তবে প্রকৃতির অমোঘ নিয়মে আজ দুপুরের পর আকস্মিক বর্ষণে শহরের তাপমাত্রা কমে আসে।
এর আগে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন অস্থায়ীভাবে ঝড়ো বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার আবহাওয়াবিদ ড. ওমর ফারুক স্বাক্ষরিত এক পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এসময়।