বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল আরও ২৭৩ টন আলু

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রপ্তানি হয়েছে আরও ২৭৩ মেট্রিক টন স্টারিজ এবং লেডিরোজেটা জাতের আলু৷
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে কয়েকটি ট্রাকে আলুগুলো বাংলাবান্ধা স্থলবন্দর থেকে ভারতের ফুলবাড়ি স্থলবন্দর হয়ে নেপালে রপ্তানি করা হয়।
আলুগুলো রপ্তানি করছে থিংকস টু সাপ্লাই, ফাস্ট ডেলিভারি ও মিয়ামি ড্রেডিং নামের তিনটি প্রতিষ্ঠান। এখন পর্যন্ত চলতি বছরের জানুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে চার হাজার ৪৯৪ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন পরিদর্শক উজ্জ্বল হোসেন।
উজ্জ্বল হোসেন জানান, থিংকস টু সাপ্লাই, ফাস্ট ডেলিভারি ও মিয়ামি ড্রেডিং নামের তিনটি রপ্তানিকারক প্রতিষ্ঠান দিনাজপুর, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে রপ্তানি করছে।