চাকরির প্রথম দিনেই কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল ইমনের

জীবনের নতুন অধ্যায় শুরুর আগেই নেমে এলো বিষাদ। চাকরিতে যোগদানের প্রথম দিনেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ইমন সরকার (২২) নামে এক যুবক। এ ঘটনায় ইমনের বড় ভাই সুমন সরকার আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার টমছমব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইমন ও তার বড় ভাই সুমন সরকার রামমালা হলি ফ্যামিলি হাসপাতাল এলাকা থেকে টমছমব্রিজের দিকে হেঁটে যাচ্ছিলেন। রামমালা পানির ট্যাংকি মোড়ে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে ইমন রাস্তায় ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার ভাই সুমন সরকারও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতের স্বজনরা জানান, ইমন এইচএসসি পাসের পর আর পড়াশোনা করেননি। গতকালই রায়োচ সার্জিক্যাল নামক একটি প্রতিষ্ঠানে তার যোগদান করেন ছিল। আজ ছিল তার প্রথম কর্মদিবস। কাজের উদ্দেশে বের হলে পথেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটকে এই দুর্ঘটনার জন্য দায়ী করেছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শী ওহাব মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, অবৈধ দোকানগুলোর কারণে রাস্তায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।
কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ রকিবুল ইসলাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।