নিকলীতে নতুন ইউএনও রেহানা মজুমদারের যোগদান

নিকলীতে নতুন ইউএনও রেহানা মজুমদার মুক্তি। ফাইল ছবি
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি যোগদান করেছেন। গতকাল সোমবার (২১ এপ্রিল) বিদায়ী ইউএনও পাপিয়া আক্তারের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৬ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি পূর্বে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি নিকলী উপজেলাকে আরও সমৃদ্ধ করতে উপজেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও নিকলীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।