অটোরিকশা ছিনতাই করতে গিয়ে যুবদলনেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদরে অটোরিকশা ছিনতাইয়ের সময় সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সম্রাট ওরফে বাবু মিজি (৩৬) গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে ছিনতাই চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।
গতকাল সোমবার (২১ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে শহরের অদূরে মুন্সীরহাটগামী রাস্তার পাঁচঘড়িয়া কান্দি নতুন ব্রিজে ওঠার ঢালে চেকপোস্ট থেকে গ্রেপ্তার হন তিনি। এসময় তার কাছ থেকে একটি ছোরা ও চারটি হাতবোমা উদ্ধার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃত বাবু মিজি টরকি এলাকার মনির মিজির ছেলে ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, পাঁচঘড়িয়াকান্দি নতুন ব্রিজে ওঠার ঢালে চেকপোস্ট করার সময় অভিযুক্ত বাবু মিজিসহ আরও দুজন অটোরিকশা ছিনতাই করার চেষ্টা করেন। এসময় পুলিশ তাদের হাতেনাতে আটক করে। তবে, সঙ্গে থাকা বাকি দুজন পালিয়ে যান।
মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক মজিবর দেওয়ান বলেন, ‘যেকোনো অপরাধের বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান রয়েছে। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এমন কোন কাজ করা যাবে না। যদি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’