পারভেজ হত্যার ঘটনায় দুই ছাত্রী আটকের খবর সঠিক নয় : ডিএমপি

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে দুই ছাত্রী আটকের খবর সঠিক নয়।
মঙ্গলবার (২৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (এডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ডিবি কর্তৃক দুই ছাত্রী আটকের ঘটনা সঠিক নয়।
এর আগে গত ১৯ এপ্রিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২৩) ঢাকার বনানীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে ছুরিকাঘাতে নিহত হন।
এ ঘটনায় নিহতের ভাই হুমায়ুন কবির বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যেখানে আটজনের নাম উল্লেখ করা হয় এবং আরও ২৫ থেকে ৩০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অভিযুক্ত করা হয়।
মামলার নথি থেকে জানা গেছে, সেদিন বিকেল ৩টার দিকে পরীক্ষা শেষে পারভেজ ও তার বন্ধুরা ক্যাম্পাসের কাছে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী ও কয়েকজন ব্যক্তি তাদের হাসাহাসি নিয়ে আপত্তি তোলেন, যা থেকে বাকবিতণ্ডা শুরু হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা হলেও, বিকেল সাড়ে ৪টার দিকে পারভেজকে ছুরিকাঘাত করা হয়। এরপর তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ।
মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামসহ এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।