চাঁদপুরে ১২ লাখ চিংড়ি রেণু জব্দ

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে প্রায় ১২ লাখ বাগদা চিংড়ির রেণু ধরে পাচারের সময় জব্দ করেছে কোস্ট গার্ড। পরে এসব রেণু ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
মো. মিজানুর রহমান বলেন, গতকাল সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর উপজেলার গরম বাজার এলাকায় কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকায় মেঘনা নদীতে ধরা বাগদা চিংড়ির পোনা খুলনা ও সাতক্ষীরা পাচারের সময় জব্দ করা হয়। এক শ্রেণির অসাধু জেলে বছরের এই সময়টাতে মেঘনা নদীতে অবৈধভাবে ছোট জাল দিয়ে বাগদা চিংড়ির রেণু ধরে সংরক্ষণ করে রাখে। পরিমাণে বাড়লে ট্রাকে করে এসব পোনা চালান করে।
মিজানুর রহমান আরও জানান, অভিযানে কোস্ট গার্ডের চিফ পেটি কর্মকর্তা এম শফিকুল ইসলামসহ সদস্যরা উপস্থিত ছিলেন। চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের উপস্থিতিতে রাত ১১টার দিকে ড্রাম ভর্তি এসব চিংড়ি রেণু কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।