নারায়ণগঞ্জে কারখানার গ্যাসলাইন লিকেজ, বিস্ফোরণে দগ্ধ ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী কাজীপাড়া এলাকায় মঞ্জু টেক্সটাইল এন্ড ডাইং কারখানায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানার ২ সিকিউরিটি গার্ডসহ ৩ জন দগ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার (১ মে) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলো সিকিউরিটি ইনচার্জ আব্দুল হান্নান, গার্ড কবির হোসেন ও সিনিয়র অফিসার সাইফুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার এসআই শেখর মল্লিক জানান, সকাল পৌনে ৯টার দিকে রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু টেক্সটাইল এন্ড ডাইং কারখানায় প্রধান গেটের পাশে কারখানার গ্যাসের কন্ট্রোল রুমে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কন্ট্রোল রুমের পাশে থাকা সিকিউরিটি গার্ডের রুমে আগুন ছড়িয়ে পড়ে। এতে সিকিউরিটি ইনচার্জ হান্নান, গার্ড কবির হোসেন, সিনিয়র অফিসার সাইফুল ইসলাম দগ্ধ হয়। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাৎক্ষণিক বিস্ফোরণের কারণ সম্পর্কে জানা যায়নি।
এদিকে খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ, তিতাস গ্যাস, ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেন।