বিএনপিনেতা পিন্টুর মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত ও দোয়া করেছেন পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা।
আজ শনিবার (৩ মে) আজিমপুর কবরস্থানে নাসির উদ্দিন আহমেদ পিন্টুর কবর জিয়ারত করা হয়। এরপর তার আত্মার মাগফেরাত কামনায় মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এদিন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পিন্টুর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ছোট ভাই মো. নাসিম আহামেদ রিন্টু, রিয়াজ উদ্দিন মনি, ছোট বোন ফেরদৌসী আহামেদ মিষ্টি, সাবেক কমিশনার মীর আযম, মীর নেওয়াজ আলী, ইসাহাক সরকার, সরফুদ্দিন সেন্টু এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যরা সাংবাদিকদের কাছে বলেন, নাসির উদ্দিন আহমেদ পিন্টু গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তারা মনে করেন, তার মৃত্যু স্বাভাবিক ছিল না। তবে এ বিষয়ে তারা আর কোনো বিস্তারিত মন্তব্য করেননি।
দলীয় নেতাকর্মীরাও পিন্টুর রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।