বেনাপোলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

বেনাপোলের দিঘিরপাড় এলাকায় বাইসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ইসমাইল হোসেন (১৭) নামে এক কিশোর মারা গেছে। নিহত ইসমাইল বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মোমিন উদ্দিনের ছেলে।
আজ রোববার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের পৌর এলাকার দিঘিরপাড় ফায়ার সার্ভিস অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ বায়জিদ বোস্তামি জানান, বেনাপোল থেকে যশোরগামী একটি ধানবাহী ট্রাক্টরের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইকেল আরোহী ইসমাইল ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নিজাম উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, বেনাপোলে সড়ক দুর্ঘটনায় ইসমাইল নামে এক কিশোর মারা গেছে। সে বেনাপোলের একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করত। ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত ধান বোঝাই ট্রাক্টরটিকে আটক করা হয়েছে।