ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা : গ্রেপ্তার তামিমের বাড়িতে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার মাদারীপুরের তামিম হাওলাদারের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। আজ বুধবার (১৪ মে) সন্ধ্যার পর মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গ্রেপ্তার তামিম হাওলাদার ব্রাহ্মন্দী এলাকার বসিন্দা। এই ঘটনায় গ্রেপ্তার অন্য দুজন হলেন—একই এলাকার পলাশ সরদার ও ডাসার উপজেলার সম্রাট মল্লিক।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা জানান, সাম্য হত্যায় গ্রেপ্তার তিনজনের বাড়িই মাদারীপুর জেলায়। তামিম ও পলাশের বাড়ি সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দীতে। সম্রাটের বাড়ি ডাসার উপজেলার শশিকরে। তামিমের বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তবে অন্য দুজনের বাড়িতে কোনো অগ্নিসংযোগ বা ভাঙচুরের খবর পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।