খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩

তেলবোঝাই লরির সঙ্গে সংঘর্ষে উল্টে যায় মাহেন্দ্র। ছবি : এনটিভি
খুলনার ডুমুরিয়ায় খুলনা–সাতক্ষীরা মহাসড়কে মাহিন্দ্রা-লরি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
আজ শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টায় দুর্ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন চারজন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, খুলনা কয়রা থেকে মাহেন্দ্রটি আসছিল। অপরদিকে খুলনা থেকে তেলবোঝাই করে লরিটি সাতক্ষীরা অভিমুখে ছিল। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।