কারখানার পানি পান করে গাজীপুরে আজও শতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুরের নাওজোড় এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড নামের একটি কারখানায় আজ রোববারও (১৮ মে) শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তারা কারখানার সরবরাহকৃত ট্যাপের পানি পান করার পরে অসুস্থ হয়ে পড়েন। গতকাল শনিবার (১৭ মে) সকাল থেকে এ ঘটনা ঘটতে শুরু করে।
কারখানার শ্রমিকরা জানান, অনেকেই সকালে কারখানায় প্রবেশ করে সরবরাহকৃত পানি পান করে। এরপর আধাঘণ্টার মধ্যে একে একে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, সিরাজুল হক জেনারেল হাসপাতাল ও অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়।
কারখানায় মোট প্রায় ৪ হাজার শ্রমিক কাজ করেন। অসুস্থ শ্রমিকদের মধ্যে অনেকে বর্তমানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসকেরা জানান, তারা এখন আশঙ্কামুক্ত আছেন এবং তেমন গুরুতর কোনো সমস্যা নেই।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর শিল্প পুলিশের এসপি একেএম জহিরুল ইসলাম জানান, এটি হয়তো পানিবাহিত কোনো সংক্রমণ হতে পারে অথবা মাস সাইকোজেনিক (মনস্তাত্ত্বিক কারণে) সমস্যাও হতে পারে। আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।