‘পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায়’ বিশৃঙ্খলা করেন নুরের কর্মীরা : ডিএনসিসি

‘পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায়’ রাজধানীর গুলশানে নগর ভবনের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কর্মীরা বিশৃঙ্খলা করেন বলে অভিযোগ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ।
আজ বুধবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন অভিযোগ করে ডিএনসিসি কর্তৃপক্ষ।
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজকে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের নেতা আখ্যা দিয়ে তার অপসারণ দাবি করে গতকাল মঙ্গলবার (২০ মে) গুলশানে ডিএনসিসির সামনে বিক্ষোভ-সমাবেশ করে গণঅধিকার পরিষদ।
সমাবেশে বৃহস্পতিবারের মধ্যে মোহাম্মদ এজাজকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানান সংগঠনের নেতারা। না হলে আগামী শনিবার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়ারও ঘোষণা দেয় গণঅধিকার পরিষদ।
ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরিফুর রহমানকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক তার পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য ১৮ মে মুঠোফোনে কল দেন। অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাকে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার আইনি বিষয়গুলো ব্যাখ্যা করেন এবং আইনের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই বলে তাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নুরুল হক তার কোনো কথা না শুনে তাকে কাজ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন এবং ডিএনসিসি অফিসে তালা লাগানোর হুমকি দেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তার পরিপ্রেক্ষিতে ২০ মে (মঙ্গলবার) বিকেল ৩টায় গুলশান-২ এর নগর ভবনের সামনে কিছু লোক নিয়ে গণঅধিকার পরিষদের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টি ও ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। যাতে ডিএনসিসির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।