পররাষ্ট্র সচিবের দায়িত্বে রুহুল আলম সিদ্দিকী

বাংলাদেশ সরকারের লোগো। ফাইল ছবি
মো. জসীম উদ্দিন দায়িত্ব ত্যাগের প্রেক্ষিতে মো. রুহুল আলম সিদ্দিকী পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
গতকাল বৃহস্পতিবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আবুল হাসান মৃধার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, মো. জসীম উদ্দিন পররাষ্ট্র সচিবের দায়িত্ব ত্যাগের প্রেক্ষিতে মো. রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র সচিবের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করবেন। আগামী ২৩ মে থেকে এই আদেশ কার্যকর হবে।