কিশোরগঞ্জে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালক নিহত
নিহত তোফায়েল মিয়া। ফাইল ছবি
কিশোরগঞ্জের ইটনায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফায়েল মিয়া (১৮) নামে এক অটোরিকশা চালক মারা গেছেন। আজ সোমবার (২৬ মে) সকালে উপজেলার মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোফায়েল ওই গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশা চার্জ দেওয়ার সময় গাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল। তোফায়েল অটোরিকশা স্পর্শ করার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল জানান, এখনো পর্যন্ত কোনো তথ্য পাননি। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানানো হবে।

মোজাহিদ সরকার, কিশোরগঞ্জ (অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলা)