বেনাপোলে কোরবানির হাট মাতাবে ৬ মরুর জাহাজ
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির হাটে নতুন চমক নিয়ে হাজির হয়েছে মরুর জাহাজখ্যাত সাতটি উট। প্রতিটি উটের দাম হাঁকানো হয়েছে ৩০ থেকে ৩৫ লাখ টাকা করে। এরই মধ্যে একটি উট বিক্রিও হয়ে গেছে।
বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ব্যবসায়ী নাসির উদ্দিন প্রায় এক বছর আগে সৌদি আরব থেকে সাতটি উট আমদানি করে নিজের খামারে লালনপালন করছেন। এর আগে তিনি বাণিজ্যিক গরুর খামার পরিচালনা করতেন। উটগুলোকে শখের বসেই আনা হলেও এখন ঈদুল আজহার কোরবানির জন্য বিক্রি করা হচ্ছে।
ব্যবসায়ী নাসির উদ্দিন জানান, প্রতিটি উটের উচ্চতা ১২ থেকে ১৫ ফুট। এদের প্রতিদিন গোসল করানো হয় এবং ভুট্টা, ঘাস, ছোলা খাওয়ানো হয়। এছাড়া বিশেষ তালিকা মেনে যত্ন নেওয়া হচ্ছে উটগুলোর।
খামার পরিদর্শনে আসা মানুষজন জানাচ্ছেন, উটগুলো দেখতে দূরদূরান্ত থেকে দর্শনার্থী ও ক্রেতারা আসছেন। ছবি তোলা, ভিডিও করা, উটের পাশে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দেওয়া এখন পুটখালী গ্রামের প্রতিদিনের দৃশ্য।
শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা বলেন, উট একটি মূল্যবান প্রাণী। যেহেতু এটি এদেশের প্রাণী না, সে কারণে বিশেষ যত্ন নিতে হয়। এগুলোর সুস্থতায় নিয়মিত কৃমিনাশক ওষুধ সরবরাহ করা হচ্ছে। একইসঙ্গে নিয়মিত তদারকি করা হচ্ছে যাতে ইনজেকশন পুশ করে মোটাতাজা করা না হয়।

মহসিন মিলন, বেনাপোল