ঈদকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে র্যাব-৫
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজশাহী নগরী ও দায়িত্বপূর্ণ এলাকায় পশুরহাটসহ সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে র্যাব-৫।
আজ রোববার (১ জুন) দুপুরে রাজশাহীর ঐতিহ্যবাহী সিটি পশুরহাটে এক ব্রিফিংয়ে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এ তথ্য জানান।
মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, জনসাধারণ যাতে নির্বিঘ্নে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারে, সে জন্য প্রতিটি হাটে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাল টাকা লেনদেন বন্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং টাকা শনাক্তকারী মেশিন স্থাপন করা হয়েছে।
এছাড়া বড় হাটগুলোতে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।
ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা এবং ছুটি শেষে কর্মস্থলে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করতে র্যাব-৫ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে সর্বদা তৎপর থাকবে বলে জানিয়েছেন অধিনায়ক।
ব্রিফিংয়ে র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

                  
                                                  আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)