অবৈধ ড্রেজিং বন্ধে শরীয়তপুরের ডিসিকে নির্দেশ উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজিং বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিতে শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিনকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার (১১ জুন) দুপুরে পদ্মা সেতু থেকে নদীপথে ভাঙনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন। এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান তার সঙ্গে ছিলেন।
এর আগে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদীর ভাঙন কবলিত পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের নদীগর্ভে ধসে যাওয়া অংশসহ ভাঙনের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন দুই উপদেষ্টা। এসময় শরীয়তপুর জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, পদ্মা নদীর স্থায়ী বাধ নির্মাণে সরকারিভাবে যথাযথ সহায়তা দেওয়া হবে। নদী ড্রেজিং করতে হলে তা সার্ভে করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া নদীতে অবৈধভাবে ড্রেজিং বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিতে শরীয়তপুরের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।