বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রীর মৃত্যুতে তারেক রহমানের সমবেদনা
বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল বুধবার (১১ জুন) এক শোক বার্তায় তারেক রহমান বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বুধবার রাতে টাঙ্গাইল পৌর শহরের জেলা সদর রোডে অবস্থিত কাদের সিদ্দিকীর সোনার বাংলা বাসায় যান বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সেখানে বেশ কিছু সময় তিনি অবস্থান করে কাদের সিদ্দিকীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমবেদনার বার্তা পৌঁছে দেন।
সুলতান সালাউদ্দিন টুকু গণমাধ্যমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি কাদের সিদ্দিকীর বাসায় গিয়ে শোক প্রকাশ করেছেন।
এসময় সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে আজ বৃহস্পতিবার (১২ জুন) এ তথ্য প্রকাশ করা হয়।
এর আগে গত শনিবার (৭ জুন) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসরিন সিদ্দিকী শেষ নিশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নাসরিন সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তাদের এক ছেলে ও মেয়ে রয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)