ডেঙ্গুতে নতুন আক্রান্ত ২৪৮
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১০৪ জনই বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার। তবে এ সময়ের মধ্যে কেউ মারা যায়নি।
চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছে ছয় হাজার ৯২৬ জন।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এ জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি মাসে এখনও পর্যন্ত দুই হাজার ৫৮১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭৯৩ ডেঙ্গু রোগী ভর্তি আছে। তাদের মধ্যে ঢাকায় ২০৭ জন, বাকি ৫৮৬ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগ ছাড়াও চট্টগ্রামে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৩৯ জন, ঢাকায় (সিটি করপোরেশন এলাকার বাইরে) ১৮ জন, খুলনায় (সিটি করপোরেশন এলাকার বাইরে) সাতজন, ময়মনসিংহে (সিটি করপোরেশন এলাকার বাইরে) চারজন, রাজশাহীতে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ১৮ জন এবং রংপুরে (সিটি করপোরেশন এলাকার বাইরে) তিন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩৫ রোগী পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক