কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে মেহেদি হাসান (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদি হাসান পৌর এলাকার কাশীপুর গ্রামের মোক্তার হোসনের ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত মেহেদী বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিল। তার চলাচল ছিল এলোমেলো। পাবনা মানসিক হাসপাতালে বেশকিছুদিন ভর্তি ছিলেন তিনি। সম্প্রতি তিনি বাড়িতে এসেছিল। সকালে একটি মালবাহী ট্রেনের কিছু বগি পাথর লোড-আনলোড করার জন্য চার নম্বর লাইনে নিতে সানটিংয়ের কাজ করছিল। এ সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোবারকগঞ্জ রেলস্টেশন মাস্টার অরুপ কুমার বিশ্বাস বলেন, শুক্রবার সকাল ৫টা ৫৫ মিনিটে এমটি পাকশি (পাথর বহনের কাজে ব্যবহৃত ট্রেন) মোবারকগঞ্জ রেলস্টেশন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে তার স্বজনদের কাছ থেকে জেনেছি মেহেদি হাসানের মানসিক সমস্যা ছিল। ঘটনা তদন্তে রেল পুলিশ কাজ করছে।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)