সেই নারী জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে
রাজধানীর ধানমণ্ডি-৩২ নম্বর সড়কে আসা সালমা ইসলাম নামের সেই নারীকে জুলাই হত্যাচেষ্টা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে তাকে হাজির করে কারাগারে প্রেরণের আবেদন করা হয়। পরে শুনানি শেষে বিচারক কারাগারে প্রেরণ করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধানমণ্ডি-৩২ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিতে এসে তোপের মুখে পড়েন তিনি। এক পর্যায়ে তাকে মারধর করা হয়। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
সালমা ইসলামকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই মামলাটির নথি থেকে জানা যায়, জুলাই আন্দোলনে গত ১৯ জুলাই বেলা পৌনে ১১টার দিকে ধানমণ্ডি থানার সাতমসজিদ রোডে মিছিলে অংশ নেন সালমা। সেখানেই পিঠে গুলিবিদ্ধ হয়েছিলেন সাইম নামের এক শিক্ষার্থী। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদসহ ৩৭ জনের বিরুদ্ধে গত বছরের ১ ডিসেম্বর ধানমণ্ডি মডেল থানায় মামলা করেন।

আদালত প্রতিবেদক