নোয়াখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নোয়াখালী সদর উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহেদুর রহমান দিপুকে (৫০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।
আজ রোববার (২৯ জুন) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, গতকাল শনিবার (২৮ জুন) রাতে নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব অনন্তপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাহেদুর রহমান দিপু বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং অনন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি একলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ছিলেন বলে জানা গেছে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে দিপুকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী