দেশ গঠনে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ থাকতে হবে : শিমুল বিশ্বাস

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশ গঠনে জাতি, ধর্ম নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ থাকতে হবে। প্রতিটি মানুষ যেমন এদেশের নাগরিক তাদের সবকিছুতে অধিকার রয়েছে, সেই সঙ্গে দেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
আজ শনিবার (৫ জুলাই) পাবনা শহরের দিলালপুর মহিলা মাদ্রাসা মিলনায়তনে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিমুল বিশ্বাস।
অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কখনো এককভাবে দেশকে এগিয়ে নিতে পারবে না। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে, সেখানে কৃষক, শ্রমিক, মজুর, চাকরিজীবী থেকে শুরু করে রাজনৈতিক দলেরও অংশগ্রহণ থাকতে হবে। তবে সেই রাজনৈতিক দল যেন সুস্থ ধারার রাজনীতি বিশ্বাস করে।’
বিএনপির এই নেতা বলেন, ‘বিগত স্বৈরাচার সরকারের মতো খুন, গুম, হত্যা বা নানারকম অপরাধবোধ যাদের মাঝে আছে, তারা দেশকে গঠন নয় বরং ধ্বংস করবে। সুতরাং আসুন আগামী নির্বাচনে বিএনপিকে নির্বাচিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়ে জনগণের সেবক হিসেবে প্রতিষ্ঠিত করি।’
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন পাবনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান, জাসদ (রব) সভাপতি মোজাম্মেল হোসেন কবির, বিশিষ্ট ব্যবসায়ী এআর গ্রুপের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী কামনা, শ্রমজীবী সমিতির সভাপতি কহিল মোস্তফা, বিশিষ্ট রাজনীতিবিদ ফিরোজ আলম খান রঞ্জু, বিশিষ্ট সংগীতশিল্পী মলয় চাকী, অ্যাডভোকেট সোবহান উকিলের পুত্র জেম, সাদুল্লাহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলীম, পল্লী চিকিৎসক সমিতির সভাপতি আব্দুস সালাম, চরতারাপুর ইউনিয়নের নেতা ও সুজানগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস, কমিশনার আবুল কাশেম, পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল আহসান গোড়া উকিল সাহেবের পুত্র ইফতেখারুল আলম মুন্না, মোটর মালিক গ্রুপ, ট্রাক মালিক সমিতির নেতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী প্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীসহ প্রায় ৫০ জন বিশিষ্ট ব্যক্তি বক্তব্য দেন।