ছয় দফা দাবিতে গোপালগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

গোপালগঞ্জে স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট এসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নেন জেলার স্বাস্থ্য সহকারীরা। পরে সেখানে অবস্থান নিয়ে ৩ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচি চলাকালে বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট এসোসিয়েশন জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন জগলু, সাবেক সভাপতি মোর্শেদুল আলম, সদর উপজেলা শাখার সভাপতি কামাল হোসেন বক্তব্য দেন।
এসময় বক্তারা জানান, প্রায় ২৫ বছর ধরে বিভিন্ন সময় আন্দোলন করলেও দাবি না মেনে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে। যারা পশুকে টিকা দেন তারাও টেকনিক্যাল পদমর্যাদা পায়। অথচ একটি শিশুকে যত্নসহকারে টিকা দিলেও কোন মর্যাদা দেওয়া হচ্ছে না।