কুষ্টিয়ায় পাউবোর ড্রেজার বিভাগে দুদকের অভিযান

কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ড্রেজার বিভাগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় দুদকের পাঁচ সদস্যের দল অভিযান শুরু করে, বিকেল ৩টায় তা শেষ হয়।
এ সময় দুদক চলমান গড়াই নদী খননকাজে ড্রেজারের কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে।
দুদক জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল বলেন, ড্রেজার বন্ধ থাকলেও সেটি চালু দেখিয়ে তেলের কোটি টাকা আত্মসাত করা হয়েছে। বিল ভাউচার পরীক্ষা-নিরীক্ষা করে অমিল পাওয়া গেছে। তেল সরবরাহকারী প্রতিষ্ঠান মণ্ডল ফিলিং স্টেশনের যোগসাজসে তারা তেলের টাকা আত্মসাৎ করে।
নীল কমল পাল আরও বলেন, সব বিষয়ের আলামত সংগ্রহ করে এবং তা আরও খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ড্রেজার বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈকত বিশ্বাস মিডিয়ার সামনে কোনো কথা বলতে রাজি হননি।