প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

পাবনার ঈশ্বরদীতে একটি প্রাইভেটকারের ধাক্কায় মাসুম আলম (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) দুপুর পৌনে ২টায় ঈশ্বরদী পৌর শহরের হাসপাতাল রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুম আলম পৌর শহরের মাহমুদ আলীর ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেম কোম্পানির হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, দুপুরে একটি প্রাইভেটকার পৌর শহরের হান্নানের মোড় হয়ে আকবরের মোড় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রথমে সেটি একটি রিকশাকে ধাক্কা দেয় এবং পরবর্তীতে পথচারী মাসুম আলমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাসুম আলম জোহরের নামাজ শেষ করে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।