চট্টগ্রাম মহানগরের নিউমার্কেট মোড়ে বাসে আগুন
চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানার নিউমার্কেট মোড় এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : এনটিভি
চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানার নিউমার্কেট মোড় এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের চালক ও হেলপারকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। এ সময় বাসের কোনো যাত্রী হতাহত হয়নি।
চট্টগ্রামে বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বাসে আগুন লাগার সংবাদ পেয়েছি। এরপর নন্দনকানন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, নিউ মার্কেট এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম