সচিবালয়ে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ, আহত অর্ধশতাধিক

বিভিন্ন দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া আন্দোলনকারীদের ওপর আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করেছে এবং সাউন্ড গ্রেনেড ছুড়েছে। বিকেল পৌনে ৪টার দিকে শুরু হওয়া এই ধাওয়া-পাল্টাধাওয়ায় অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েন। এসময় তারা গাড়ি ভাঙচুর শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে প্রায় ১০টির মতো গাড়ি ভাঙচুর করে। পুলিশ ও সেনাবাহিনী তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেও হাজার হাজার শিক্ষার্থী ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এই সংঘর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যও শিক্ষার্থীদের ছোড়া ঢিলে আহত হয়েছেন। ঘটনার পর শিক্ষার্থীরা জিরো পয়েন্টের দিকে অবস্থান নেন, যেখানে পুলিশ কয়েক দফা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।