শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সিলেটে বিক্ষোভ, সড়ক অবরোধ

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ এবং সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে ঢাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়ে। এ সময় তাদের লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সংবাদ ছড়িয়ে পড়লে সিলেটের এইচএসসি পরীক্ষার্থীরাসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক-শিক্ষার্থী হতাহতের ঘটনায় গভীর রাতে পরীক্ষা স্থগিতের প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা মিছিল নিয়ে সিলেট শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
বিকেল ৫টার দিকে তারা সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে। এ সময় রাস্তার উভয় পাশে শতশত যানবাহন আটকা পড়ে।
সিলেট মহানগরের মোগলবাজার থানার ডিউটি অফিসার বেবী রানী জানান, ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।
তবে সন্ধায়ও সড়কে অবস্থান করছিল শিক্ষার্থীরা।