বাহাউদ্দিন ও সূচনা বাহারের প্রায় সাড়ে ১৭ কোটি টাকা ফ্রিজ

সাবেক সংসদ সদস্য (এমপি) এ কে এম বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার প্রায় সাড়ে ১৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে জানিয়েছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। আজ সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডির মিডিয়া বিভাগ এই তথ্য জানিয়েছে।
সিআইডি জানায়, অভিযুক্ত এ কে এম বাহাউদ্দিন বাহার (সাবেক সংসদ সদস্য, কুমিল্লা-৬) এবং তার মেয়ে তাহসিন বাহার সূচনা (সাবেক মেয়র, কুমিল্লা সিটি করপোরেশন) সংঘবদ্ধভাবে প্রতারণা, জালিয়াতি, কমিশন গ্রহণ, হুন্ডির মাধ্যমে অর্থ গ্রহণসহ বিভিন্ন দেশে অর্থ পাচার করেছেন বলে তথ্য পাওয়া গেছে। এর ভিত্তিতে ১৭টি ব্যাংকের ৫৩টি অ্যাকাউন্টের মোট ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা ফ্রিজ করা হয়েছে।
ফাইন্যান্সিয়াল ক্রাইম, সিআইডি, ঢাকার অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ, ঢাকা মহানগর দায়রা জজ আদালত গত ৮ জুলাই ২০২৫ তারিখে ওই ব্যাংক অ্যাকাউন্টগুলোর উপর ফ্রিজ আদেশ প্রদান করেন।
এ কে এম বাহাউদ্দিন বাহার এবং তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে অনুসন্ধান চলমান রয়েছে। এ সংক্রান্তে মানিলন্ডারিং আইনে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সিআইডি জানিয়েছে।