দুই যুগ পর আজ কুমিল্লা যাচ্ছেন তারেক রহমান
দীর্ঘ ২৪ বছর পর আজ কুমিল্লা সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে আজ রোববার (২৫ জানুয়ারি) তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় পৃথক তিনটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এই সফরকে কেন্দ্র করে কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের আমেজ।
সরেজমিনে সদর দক্ষিণের ফুলতলী এলাকার ডিগবাজি মাঠসহ জনসভাস্থলগুলোতে গিয়ে দেখা গেছে, প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে। ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে রাজপথ থেকে শুরু করে সমাবেশস্থল। দাউদকান্দি ও চৌদ্দগ্রামেও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের পাশাপাশি বিএনপির নিজস্ব ভলান্টিয়ার ও স্বেচ্ছাসেবক দল কাজ করছে। গোয়েন্দা পুলিশের একাধিক টিমও মাঠে সতর্ক অবস্থানে রয়েছে। বিএনপির শীর্ষ নেতার এই সফরে নেতাকর্মীরা সবচেয়ে বড় যে দাবিটি জানাতে চান, তা হলো ‘কুমিল্লা’ নামে বিভাগের বাস্তবায়ন।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, আমরা সাংগঠনিক দিকনির্দেশনার পাশাপাশি ‘কুমিল্লা’ নামে বিভাগ ঘোষণার দাবিটি চেয়ারপারসনের কাছে অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করব।
ইউসুফ মোল্লা টিপু আবেগপ্রবণ হয়ে বলেন, ২০০২ সালে কুমিল্লা স্টেডিয়ামে তারেক রহমান যে বক্তব্য দিয়েছিলেন, তা আজও নেতাকর্মীদের মনে গেঁথে আছে। দুই যুগ পর তাঁর সশরীরে উপস্থিতি মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে নতুন করে প্রাণসঞ্চার করবে এবং আসন্ন নির্বাচনে বড় জয় পেতে সহায়ক হবে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, তারেক রহমানের এই সফর শুধু কুমিল্লা নয়, পুরো দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘কুমিল্লা বিভাগ’ বাস্তবায়নের বিষয়টি তাকে গুরুত্ব দিয়ে জানাব।

মাহফুজ নান্টু, কুমিল্লা