সিলেটে স্কুলছাত্র হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৭

সিলেটের বিশ্বনাথ উপজেলার স্কুলছাত্র সুমেল আহমদ শুকুর হত্যা মামলায় ৮ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলায় ৭ জনকে যাবজ্জীবন ও ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
সিলেটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক সৈয়দা আমিনা ফারহীন আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশিক উদ্দিন।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ মে বিশ্বনাথ উপজেলার চৈতননগর গ্রামে রাস্তার পাশ থেকে মাটি কাটাকে কেন্দ্র করে যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম ও নজির উদ্দিন পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন দশম শ্রেণির ছাত্র সুমেল আহমদ শুকুর। তিনি স্থানীয় শাহজালাল (রহ.) উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
পরে ৩ মে নিহতের চাচা ইব্রাহীম আলী সিজিল বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে ২৭ জনের নাম উল্লেখ করেন এবং অজ্ঞাতনামা আরও ১৬ জনকে আসামি করা হয়। যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলমকে মামলার প্রধান আসামি করা হয়। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ বুধবার চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।