নোয়াখালীতে আগুনে পুড়ল ফ্যাক্টরিসহ ১২ দোকান
 
নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কাঠের ফ্যাক্টরিসহ অন্তত ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রাথমিক ক্ষতির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকার মতো বলে ধারণা করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শনিবার (৯ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে সেবারহাট পশ্চিম বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লেগে প্রথমে একটি হার্ড বোর্ড উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ দুটি এসএসের দোকান, বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ বিক্রির দোকান, মোটরসাইকেল গ্যারেজ ও খাবারের হোটেলসহ অন্তত ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় ব্যবসায়ী মহিব উল্ল্যা জানান, রাতারাতি তার কয়েক কোটি টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তার হার্ড বোর্ড উৎপাদনকারী প্রতিষ্ঠান ও গুদামে থাকা সব মালামাল ধ্বংস হয়ে গিয়েছে।
সেবারহাট বাজারের প্রত্যক্ষদর্শী মেহেরাব জানান, আগুনটি প্রথমে মহিব উল্ল্যার কারখানায় লাগার পর তা দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বৃদ্ধির কারণে পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নোয়াখালী সেনবাগ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা সহযোগিতা করেছে। এখন পর্যন্ত আগুনের সঠিক কারণ ও সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

 
                   আবদুল মোতালেব, নোয়াখালী (চাটখিল-সেনবাগ-সোনাইমুড়ি)
                                                  আবদুল মোতালেব, নোয়াখালী (চাটখিল-সেনবাগ-সোনাইমুড়ি)
               
 
 
 
