চট্টগ্রামের সাতকানিয়ায় বিপুল ইয়াবাসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের অভিযানে বিপুল ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের খুনি বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অভিযান চালানো হয়।
আটক দুই যুবকরা হলেন গাজীপুর জেলার টঙ্গী থানার এরশাদনগর এলাকার মোহাম্মদ হাসান (২৭) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার এনায়েতপুর ইউনিয়নের দায়মপুর গ্রামের আব্দুল কুদ্দুছ (৩০)। তাদের কাছ থেকে একটি কাভার্ডভ্যান ভর্তি করে পাচার করা ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে। সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া এই মরণনেশার বিরুদ্ধে পুলিশ সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছে, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত রাখা না হলে নতুন প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে না।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম