পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
বরগুনার পাথরঘাটা জামে মসজিদে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ আসর থেকে শুরু হওয়া এই আয়োজনে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।
অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন মসজিদের খতিব হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া। তিনি বলেন, নবী করীম (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন। তার জীবনাদর্শ অনুসরণ করলেই দুনিয়া ও আখেরাতে মুক্তি লাভ করা সম্ভব।
মাহফিলে সভাপতিত্ব করেন পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব কাজী মো. তোহা। তিনি বলেন, এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান মুসলিম উম্মাহকে সঠিক পথের দিশা দেয় এবং প্রজন্মের কাছে ইসলামের আলো পৌঁছে দেয়।
এশার নামাজের পর দোয়া ও মিলাদের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয় এবং পরে তাবারক বিতরণ করা হয়। এর আগে একটি ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাহফিলে স্থানীয় আলেম-ওলামা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি এবং মুসল্লিদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)