ঈশ্বরদীতে খালে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে খালে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ এ মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নিহতরা হলেন—কামালপুর গ্রামের রাসেল সরদারের মেয়ে রাবেয়া (৬) ও পলান সরদারের ছেলে আজিবুল (৪)। তারা আপন চাচাতো ভাই-বোন।
স্থানীয়রা জানান, সকালে খেলতে বের হয় রাবেয়া ও আজিবুল। দীর্ঘ সময় ধরে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের খালে তাদের দেহ ভেসে ওঠে। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে কামালপুর গ্রাম।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন।