আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের নওজোয়ান মাঠের সামনে এ কর্মসূচি পালন করে এনসিপির জেলা কমিটি।
এ সময় বক্তব্য দেন এনসিপি জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সমন্বয়ক খন্দকার তরিকুল ইসলাম, সদস্য সচিব দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ, সদস্য হোসেল রানা জোয়ারদ্দার, বিপুল হাসান শিবলু, হাসিবুল হাসান হৃদয়, ছাত্র সমন্বয়ক মোহাম্মদ আব্দুল্লাহসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় সফররত ব্যক্তিদের নিরাপত্তা দানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আখতার হোসেন ও তাসনিম জারাকে হামলার সময় অন্যান্য সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন। তবে প্রধান লক্ষ্যবস্তু ছিলেন এনসিপিনেতারা। জুলাই বিপ্লবের সময় যারা জীবন বাজি রেখে লড়েছিলেন, তাদের প্রতি প্রতিশোধপরায়ণ হামলাকারীরা আজও থেমে নেই। বিদেশের মাটিতে এই সন্ত্রাসী হামলা শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয়, দেশের মর্যাদা ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্যও হুমকি। তাই তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, নিউইয়র্কে সন্ত্রাসী আওয়ামী লীগ কর্তৃক এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে অন্তর্বর্তী সরকারের গাফিলতির জবাব এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি বাস্তবায়ন করতে হবে। এনসিপি এর তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছে।