ঝালকাঠিতে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বাড়াতে ঝালকাঠি সদর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা ইয়াসমিন। এ সময় উপজেলা কৃষি অফিসার আলী আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০২৫-২৬ অর্থবছরের এই প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৯ জন কৃষককে সহায়তা দেওয়া হচ্ছে। এর মধ্যে- বসতবাড়িতে চাষের জন্য ৩৭৫ জন কৃষককে ৭ ধরনের সবজির বীজ প্রদান করা হয়েছে। মাঠে চাষের জন্য ৬৩৫ জন কৃষককে বীজ, সার ও অন্যান্য উপকরণ দেওয়া হয়েছে। এর মধ্যে ১১০ জনকে লাউ, ১৭৫ জনকে মিষ্টিকুমড়া, ১৭৫ জনকে বেগুন এবং ১৭৫ জনকে শসার বীজ দেওয়া হয়।
এছাড়াও, প্রত্যেক কৃষককে ১০ কেজি করে ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) এবং ১০ কেজি করে এমওপি (মিউরেট অফ পটাশ) সার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ইউএনও ফারহানা ইয়াসমিন বলেন, প্রণোদনা কর্মসূচি সরকারের একটি বিশেষ উদ্যোগ। আগাম শীতকালীন সবজির উৎপাদন বাড়ানোর জন্য সরকার কৃষকদের এই বীজ ও সার দিচ্ছে। আপনারা যদি যত্নসহকারে চাষ করেন, তাহলে ঝালকাঠির কৃষি আরও গতিশীল ও উন্নত হবে।