৪৮ ঘণ্টা নারিকেল গাছে আটকে থাকা বিড়াল যেভাবে উদ্ধার হলো

ভোরের মিরপুরের আকাশ তখনও মেঘলা। হোপ স্কুলের গলিতে দাঁড়িয়ে মানুষজন বারবার দেখছিলেন উঁচু এক নারিকেল গাছের দিকে। গাছের মাথায় ভয়ে কুঁকড়ে বসে আছে একটি বিড়াল। দুদিন ধরে সেখানে আটকে আছে, খাবার নেই, বিশ্রাম নেই।
প্রথম দিন বিড়ালটি নামাতে স্থানীয়রা নানা কৌশল নেয়। খাবারের টোপ দেওয়া হয়, লাঠি দিয়ে আলতো করে নামানোর চেষ্টা হয়, এমনকি মই এনে ওঠার চেষ্টাও করা হয়। কিন্তু প্রতিবারই বিড়ালটি ভয়ে আরও ওপরে উঠে যায়।
এই দৃশ্য দেখে নুসরাত জাহান নামের এক তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাহায্যের জন্য পোস্ট দেন। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে বিষয়টি জানার পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ দ্রুত যোগাযোগ করেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এবিএম সামসুল আলমের সঙ্গে। প্রশাসক দ্রুত বিড়ালটি উদ্ধারের জন্য প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে নির্দেশনা দেন। এরপর ডিএনসিসির কর্মীরা গিয়ে বিড়ালটি উদ্ধার অভিযানে নামে। কিন্তু উচ্চতার কারণে ব্যর্থ হতে থাকে একের পর এক চেষ্টা।
প্রশাসকের নির্দেশে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন শেষমেশ যোগাযোগ করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামালের সঙ্গে।
কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের অভিজ্ঞ টিম ঘটনাস্থলে আসে। উঁচু মই ব্যবহার করে অবশেষে প্রায় ৪৮ ঘণ্টা পর ছোট্ট প্রাণটিকে নিরাপদে নামানো হয়।
নিচে নামানোর পর বিড়ালটিকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও বিড়ালটি হুট করেই দৌড়ে পালিয়ে যায়।
ডিএনসিসি, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় ৪৮ ঘণ্টা পর বিড়ালটি উদ্ধার হওয়ায় স্বস্তি নেমে আসে উপস্থিত সবার মাঝে।