বিভিন্ন অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান

তেল চুরি, অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে চট্টগ্রামের যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল রেলভবন এবং নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।
আজ বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সমন্বিত জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম এই অভিযান শুরু করে।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (মিডিয়া) তানজির আহমেদ।
তানজির আহমেদ বলেন, সরকারি মালিকানাধীন তেলের ডিপো থেকে প্রায় পৌনে ৪ লাখ লিটার জ্বালানি তেল চুরি করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন করার অভিযোগে চট্টগ্রামের যমুনা অয়েল কোম্পানি লিমিটেড অভিযান চালাচ্ছে চট্টগ্রাম জেলা কার্যালয়।
তানজির আহমেদ আরও বলেন, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় অতিরিক্ত ব্যয় দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রাজশাহী রেলভবনে অভিযান চালাচ্ছে সমন্বিত জেলা কার্যালয়।
এছাড়া, নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালাচ্ছে ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়।